নওগাঁ জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজ হাসান (৫২) এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর পুলিশ লাইনের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মুস্তাফিজ হাসান রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা গ্রামের আক্তার হোসেনের ছেলে। তিনি নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি হিসেবে কর্মরত ছিলেন এবং দীর্ঘদিন ধরে পুলিশের গোয়েন্দা কাজে যুক্ত ছিলেন। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ শফিউল সারোয়ার রাত ১১টার দিকে এ ঘটনায় শোক প্রকাশ করে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতের অন্ধকারে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাস মুস্তাফিজ হাসান ও তার স্ত্রীকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় তারা গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুস্তাফিজ হাসানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তার স্ত্রীকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি মুস্তাফিজ হাসানের অকাল মৃত্যুতে নওগাঁ জেলা পুলিশ ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার সঙ্গে দীর্ঘদিন কাজ করা সহকর্মীরা তাকে একজন নিষ্ঠাবান ও সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে স্মরণ করছেন।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণে এলাকায় শোকের মাতম বিরাজ করছে। পুলিশ প্রশাসন ও জেলা কর্তৃপক্ষ নিহতের পরিবারকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। মুস্তাফিজ হাসানের মৃত্যু নওগাঁর পুলিশি পরিবারের জন্য এক অকাল ক্ষতি হিসেবে মনে করা হচ্ছে।