আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন নানা আলোচনা চলছে, তখন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, “যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, তারা ভালোভাবেই জানে নির্বাচন হলে তাদের স্বার্থে আঘাত লাগবে। তবে এবার নির্বাচন বানচালের যে কোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।”
তিনি আরও বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা দলগুলো নিজেদের লোকজনকে নিয়োগ দিয়ে আসছে। তবে বর্তমান সরকার চেষ্টা করছে স্বচ্ছতার ভিত্তিতে মেধাবীদের চাকরিতে নিয়োগ দিতে। “মেধাবীরাই দেশের প্রকৃত সম্পদ। কোনো মামা-চাচার সুপারিশ বা ঘুষ ছাড়াই যারা নিয়োগ পেয়েছেন, তাদের এখন দেশের জন্য অবদান রাখার সময় এসেছে।”
জাতীয় পার্টির কার্যালয়ে হামলার বিষয়ে তিনি বলেন, “এ ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এমন হামলা ভবিষ্যতে যাতে না ঘটে সে ব্যাপারে কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মব বা জনতার তাণ্ডব আর রাজনৈতিক কর্মসূচির মধ্যে পার্থক্য আছে। “লাশ পোড়ানোর মতো ঘটনা অত্যন্ত ভয়াবহ ও নিন্দনীয়। এতে কারা দায়ী, কার অবহেলার কারণে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটি খতিয়ে দেখা হবে।”
উপদেষ্টা আসিফ মাহমুদ জোর দিয়ে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা হবে।