Ridge Bangla

পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ১৮৬৬ জন

সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে একদিনে ১ হাজার ৮৬৬ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। এ সময় একটি বিদেশি রিভলভার এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) সারাদিন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৮৬৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ১ হাজার ৩২০ জন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি, এবং বাকি ৫৪৬ জনকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে আটক করেছে। তারা শুক্রবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় রহিম মেটাল মসজিদের সামনে জুমার নামাজের পর অনুষ্ঠিত ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “গ্রেপ্তারকৃতরা আইনশৃঙ্খলা এবং সামাজিক শান্তি বিনষ্টের চেষ্টা করছিল। বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় উদ্ধারকৃত বিদেশি রিভলভার ও গুলি মামলার প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হয়েছে। এই ধরনের অভিযান দেশে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হয় এবং অস্থিতিশীলতা রোধ করা যায়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন