ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক আগামী এক দশকে নির্দিষ্ট কিছু উচ্চাভিলাষী লক্ষ্য অর্জন করতে পারলে ১ ট্রিলিয়ন ডলার পারিশ্রমিক পেতে পারেন, এমনই একটি প্রস্তাব দিয়েছে কোম্পানির বোর্ড। তবে এই পরিকল্পনায় মাস্ক কোনো বেতন বা বোনাস পাবেন না। পরিকল্পনা অনুযায়ী, টেসলার বাজারমূল্য ৮ গুণ বৃদ্ধি, এক মিলিয়ন রোবোট্যাক্সি চালু, ১২ মিলিয়ন গাড়ি বিক্রি ও এক মিলিয়ন এআই রোবট বিক্রির মতো লক্ষ্য পূরণ করতে হবে।
টেসলা বোর্ড চেয়ার রবিন ডেনহোল্ম বলেন, “ইলনকে ধরে রাখাই টেসলার ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।” তবে এই প্রস্তাব ঘিরে উঠেছে বিতর্ক। এজে বেলের বিশ্লেষক ড্যান কোটসওয়ার্থ বলেন, “এটা বিশ্বাস করাই কঠিন, একজন ব্যক্তির মূল্য কি সত্যিই এত হতে পারে?” তিনি মাস্কের নেতৃত্বে টেসলার প্রতিযোগিতা হারানোর অভিযোগ তোলেন এবং বলেন, “তার পরিবর্তে মাস্কের উচিত চাকরি রক্ষার চেষ্টা করা।”
মাস্কের পূর্বের ৫০ বিলিয়ন ডলারের পুরস্কার আদালত বাতিল করে দেওয়ার পর এই প্রস্তাব সামনে এলো। বাতিল হলেও তাকে ২৯ বিলিয়ন ডলারের শেয়ার দেওয়া হয়। এর আগে গুঞ্জন উঠেছিল, টেসলা বোর্ড মাস্ককে সরানোর চিন্তা করছে, যদিও তা পরে অস্বীকার করা হয়।
বিশ্লেষকদের মতে, বোর্ডের এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে, মাস্ককে ধরে রাখতে তারা সবকিছু করতে প্রস্তুত।