গাজীপুরের শ্রীপুরে ক্যাসিনো ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৭ পুলিশ সদস্য। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ক্যাসিনো ব্যবসার মূল হোতা মোশারফ হোসেনসহ ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনাটি ঘটে রোববার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে গাজীপুর সদর ও শ্রীপুর মডেল থানার যৌথ অভিযানে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল লতিফের মেয়ের জামাই মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি দল মোশারফকে আটক করতে তাঁর শ্বশুরবাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় মোশারফ ও তার সহযোগীরা ওসিসহ প্রায় ১০ জন পুলিশ সদস্যকে ঘরের ভেতরে আটকে রাখে। একপর্যায়ে মোশারফের চিৎকারে তার আরও লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এসে ফলস সিলিং ও দরজা ভেঙে পুলিশের ওপর হামলা চালায়।
এই হামলায় ওসি আব্দুল হালিমসহ অন্তত ৭ পুলিশ সদস্য আহত হন। পরে শ্রীপুর মডেল থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে অভিযান চালিয়ে হামলাকারীদের প্রতিহত করে এবং মোশারফসহ ৭ জনকে গ্রেফতার করে।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।