Ridge Bangla

কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ হামলার সূচনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভবনের ভেতরে ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়।

এর আগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করে গণঅধিকারের নেতাকর্মীরা। সমাবেশে তারা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবি উত্থাপন করেন। সমাবেশ শেষে কর্মীরা পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা হন। এর কিছুক্ষণ পর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালানো হয়।

প্রসঙ্গত, গত ৩১ আগস্ট একইভাবে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। সেদিনও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে এবং হামলাকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে।

টানা কয়েক দিনের ব্যবধানে একই ধরনের ঘটনায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, নিয়মিত হামলা ও অগ্নিসংযোগে আশপাশের বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন