Ridge Bangla

মুন্সিগঞ্জে বিষাক্ত মদপানে ৪ জনের মৃত্যু, ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে অতিরিক্ত ও বিষাক্ত মদপানের ফলে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। নিহতরা হলেন—কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) এবং মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)। মৃত্যুর পর তাদের জানাজা সম্পন্ন করে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ ঘটনায় অসুস্থ হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন—রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারী (২৬)। তারা বর্তমানে সেরে ওঠার চেষ্টা করছেন।

উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিহতরা অতিরিক্ত মদপানের কারণে অসুস্থ হয়ে মারা গেছেন।

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, সংবাদ মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে টংগিবাড়ীতে এমন ধরনের মদপানজনিত ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসনও এ বিষয়ে পদক্ষেপ গ্রহণে প্রস্তুত। এ ঘটনায় এলাকার মানুষ সতর্ক ও সচেতন হওয়ার পাশাপাশি মদপান থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন