আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত ৩১ আগস্টের ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০০-এর বেশি। তালেবান সরকারের বরাতে নিশ্চিত করা হয়েছে, এখন পর্যন্ত অন্তত ২ হাজার ২১৭ জন মারা গেছেন এবং প্রায় ৪ হাজার মানুষ আহত হয়েছেন।
সরকারের মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তান সীমান্তঘেঁষা পার্বত্য কুনার প্রদেশে। সেখানে বিস্তীর্ণ এলাকা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং উদ্ধার কার্যক্রম এখনো তৎপরভাবে চলছে। ভয়াবহ এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬। প্রাকৃতিক এই দুর্যোগ কুনার ও নানগারহার প্রদেশের অসংখ্য বাড়িঘর ভেঙে ফেলেছে। প্রদেশগুলোর অনেক গ্রাম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, ফলে স্থানীয় মানুষজন গৃহহীন হয়ে পড়েছেন।
স্থানীয় ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো এখন আহতদের চিকিৎসা, ত্রাণ সরবরাহ এবং আশ্রয় দেওয়ার কাজে তৎপর। তবে দুর্গম পার্বত্য এলাকার কারণে ত্রাণ পৌঁছানোতে বিশেষ জটিলতা তৈরি হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের বিভিন্ন মানবিক সংস্থা আফগান সরকারের সঙ্গে সমন্বয় করে জরুরি মেডিকেল কিট, খাবার এবং পানি সরবরাহ করছে। ভূমিকম্পটি সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয়গুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারের পক্ষ থেকে আহত ও মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য এবং পুনর্বাসনের কার্যক্রম শুরু করা হয়েছে।
স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ পরবর্তী কয়েকদিনে আতঙ্কজনক পরিমাণের ক্ষুদ্র ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্ধারকারী দলগুলোর জন্য সময় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।