চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় তিন বছরের শিশু তাসনুহা তাবাসসুম নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে মরদেহ উদ্ধার হয়। শিশুটির হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে চাচি সাথী আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর দুপুরে পানচাইল গ্রামের ট্রাকচালক রুবেল পাটওয়ারীর মেয়ে তাসনুহা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে শুক্রবার রাতে পরিবারের লোকজন পুকুরে বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করলে শিশুটির চাচার ঘরে রক্তের দাগ ও আলামত পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের জন্য চাচা রিপন পাটওয়ারী ও চাচি সাথী আক্তারকে আটক করা হয়। একপর্যায়ে সাথী আক্তার স্বীকার করেন, ভাতের মাড় গরম অবস্থায় শিশুর শরীরে পড়ে গেলে সে চিৎকার শুরু করে। চিৎকার বন্ধ করতে সাথী আক্তার শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে।
এরপর মরদেহ ঘরের আলমারিতে রেখে পরে সিলিংয়ে লুকিয়ে রাখে। দুর্গন্ধ ছড়াতে শুরু করলে বস্তাবন্দি লাশ বাড়ির পেছনের পুকুরে ফেলে দেয়। শিশুর বাবা রুবেল পাটওয়ারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার একমাত্র আদরের মেয়েকে হারিয়ে ফেললাম, আমি এ হত্যার বিচার চাই।”
শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আসামি সাথী আক্তারকে শনিবার আদালতে পাঠানো হয়েছে। শিশুর বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।