বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক অঙ্গনে যত বিতর্কই থাকুক না কেন দলগুলোর মধ্যে গণতান্ত্রিক সংস্কৃতি অটুট রাখতে হবে। তিনি বলেন, “গণতন্ত্রকে ব্যাহত করার সুযোগ ভবিষ্যতে যেন কেউ না পায়, সে জন্য জাতীয় ঐক্য অপরিহার্য।” এ সময় রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি।
সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। প্রায় আধাঘণ্টার বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৈঠক শেষে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সৌহার্দ্য ছাড়া গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার সম্ভব নয়। দেশ ও জনগণের স্বার্থে বিএনপি সেই ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, “আজকের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে গণতান্ত্রিক চর্চার আরেকটি ধাপ অতিক্রম হলো। তবে সর্বোচ্চ আদালতকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না।” তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা বরদাস্ত করা হবে না। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব শিক্ষাঙ্গনের পরিবেশ শান্তিপূর্ণ রাখা, যাতে শিক্ষার্থীরা নির্ভয়ে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে।
বৈঠকে উভয় দলের নেতারা গণতন্ত্র ও জনগণের স্বার্থ রক্ষায় পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।