Ridge Bangla

তিন মাস পর খুলল সুন্দরবন, প্রাণ ফিরল জেলে-দর্শনার্থীতে

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও উন্মুক্ত হলো সুন্দরবন। সোমবার (১ সেপ্টেম্বর) থেকে দর্শনার্থী ও বনজীবীরা প্রবেশের সুযোগ পাচ্ছেন। তবে প্রথম দিন পর্যটকদের ভিড় প্রত্যাশার তুলনায় কিছুটা কম ছিল। করমজল পর্যটনকেন্দ্রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৩৭ জন দর্শনার্থী ঘুরে দেখেন বন।

দীর্ঘ প্রতীক্ষার পর সুন্দরবনে প্রবেশ করতে পেরে আনন্দ প্রকাশ করেন দর্শনার্থীরা। বরিশাল থেকে আসা আহসান হাবীব বলেন, “বানর, হরিণ আর কুমির দেখে দারুণ লেগেছে।” নোয়াখালী থেকে আসা মো. সরোয়ার জানান, আগেই প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু বন বন্ধ থাকায় অপেক্ষা করতে হয়েছে। অবশেষে উন্মুক্ত হওয়ায় ভ্রমণটি বেশ উপভোগ করেছেন।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, বন বিভাগ দর্শনার্থীদের জন্য ফুটট্রেইল, ঝুলন্ত সেতু, ওয়াচ টাওয়ার ও কুমির-হরিণের শেড নতুনভাবে সাজিয়েছে। নিরাপত্তার দিকেও নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। সময়ের সঙ্গে পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রথম দিনই পাশ-পারমিট নিয়ে বিপুল সংখ্যক জেলে মাছ ধরতে প্রবেশ করেছেন সুন্দরবনে। শরণখোলার জেলে মহিদুল ইসলাম বলেন, “তিন মাস কাজ না থাকায় কষ্টে দিন কেটেছে। এখন ভালো মাছের আশায় বনে যাচ্ছি।”

শরণখোলা স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান জানান, প্রথম দিনেই ২৫০টি নৌকায় পারমিট দেওয়া হয়েছে। প্রতিটি নৌকায় দুই-তিনজন করে জেলে প্রবেশ করেছেন। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব বলেন, জেলেদের পরিবেশ রক্ষায় সতর্ক করা হয়েছে। পাশাপাশি প্রতিটি নৌকায় জরুরি যোগাযোগের জন্য টহল ফাঁড়ির নম্বর সরবরাহ করা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন