বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি। পর্দায় বিভিন্ন চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং দর্শকের মন জয় করেছেন। তবে মাঝে মাঝে সামাজিক মাধ্যমে তার নানা পোস্ট ও কর্মকাণ্ডকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। কখনও নৃত্য, কখনও ভিন্ন ভঙ্গিতে ছবি শেয়ার করায় সমালোচনার মুখে পড়েন মাহি।
সামিরা খান মাহি সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। প্রায়ই ভক্তদের কাছে নিজেকে বিভিন্ন রূপে উপস্থাপন করেন এবং নিজের আবেগ প্রকাশ করেন। সম্প্রতি তার ফেসবুক পোস্টেও প্রকাশ পেয়েছে ভালোবাসার এক অনন্য সংজ্ঞা। পোস্টে মাহি লিখেছেন, “ভালোবাসা মানে শুধু হাত ধরা নয়, এটা একটুখানি ভরসা, যেখানে ক্লান্ত হৃদয় শান্তি খুঁজে পায় নীরবে।”
এই পোস্টে অভিনেত্রী রাতারগুল সোয়াম্প ফরেস্টে বেড়াতে গিয়ে তোলা কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, মাহি প্রকৃতির সঙ্গে মিলেমিশে মুহূর্তগুলো উপভোগ করছেন। চাষিদের ‘মাথাল’ মাথায় দিয়ে স্থানটি উপভোগের দৃশ্যও ক্যামেরাবন্দি করেছেন তিনি।
মাহির এই পোস্ট ও ছবিগুলো মুহূর্তে ভক্তদের মন জয় করেছে। নেটিজেনরা নানা ধরনের রিঅ্যাকশন দেখাচ্ছেন এবং মন্তব্য করেছেন। তার অনেক ভক্তকে তিনি নিজেই উত্তর দিয়েছেন। এভাবেই সামিরা খান মাহি সামাজিক মাধ্যমে নিজের ভাবনা ও অনুভূতি প্রকাশের মাধ্যমে ভক্তদের কাছে আরও কাছের হয়ে উঠেছেন। তিনি প্রমাণ করেছেন, ভালোবাসা শুধুই বাহ্যিক নয়, এটি আধ্যাত্মিক ও মানসিক ভরসার প্রতীকও হতে পারে।