উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন দেখা দিতে শুরু করেছে। তাপমাত্রা কিছুটা কমবে এবং রাজধানী ঢাকাসহ সারাদেশে আগামী পাঁচদিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বুধবার (৩ সেপ্টেম্বর) থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এতে কয়েকদিন ধরে চলা গরম কিছুটা কমলেও আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি থেকে যেতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এই সময় সারাদেশেই আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বৃষ্টির সময় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে রংপুর ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি শক্তিশালী অবস্থায় রয়েছে।
এদিকে আবহাওয়াবিদরা বলছেন, চলমান লঘুচাপ ও মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে বৃষ্টিপাতের ফলে গরম কমবে এবং মানুষ সাময়িক স্বস্তি পাবে।