বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠকে দুই পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক ছাড়াও বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ প্রেক্ষাপট স্থান পায়।
সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান উপস্থিত ছিলেন। এছাড়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও বৈঠকে যোগ দেন। দূতাবাস সূত্রে জানা গেছে, রাষ্ট্রদূত মেরি মাসদুপুই বাংলাদেশে দায়িত্ব পালনকালে রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজ ও কূটনৈতিক মহলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। বিদায়ী সাক্ষাৎ হিসেবে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে এই বৈঠক ছিল তার কূটনৈতিক কার্যক্রমের অংশ।
প্রসঙ্গত, মেরি মাসদুপুই দায়িত্ব গ্রহণের পর থেকে ফ্রান্স ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্যিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময় জোরদারে কাজ করেছেন। তার বিদায়ের আগে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ দুই দেশের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবেই দেখা হচ্ছে।