Ridge Bangla

সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা, বাংলাদেশির মৃত্যু

ভূমধ্যসাগর পার হয়ে ইতালি পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে এক বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম ও পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ইতালির লাম্পেদুসা উপকূলে একটি ১০ মিটার দীর্ঘ নৌকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকাজে অংশ নেয় দেশটির কোস্টগার্ড এবং ফিনান্সিয়াল পুলিশের সদস্যরা। নৌকায় থাকা আরও ৫১ জন অভিবাসীকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, নৌকায় ব্যবহৃত হাইড্রোকার্বন বা জ্বালানির বিষাক্ত ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে নিহত হয়েছেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য কালা পিসানার মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে রয়েছে মিসরীয়, বাংলাদেশি, ইরিত্রীয়, ইথিওপীয়, সিরীয় এবং সুদানের নাগরিক। তাদের মধ্যে দু’জন নারী এবং একজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। উদ্ধারকৃত অভিবাসীদের নিরাপত্তা ও প্রাথমিক সহায়তার জন্য দক্ষিণ ইতালির ইমব্রিয়াকোলা জেলার অভিবাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

এ ধরনের দূরপাল্লার নৌযাত্রায় বিপজ্জনক পরিস্থিতি বিরাজ করছে। অভিবাসীদের নিরাপদ পথে যাত্রা নিশ্চিত করতে ইতালিয়ান কর্তৃপক্ষের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর সতর্কতার প্রয়োজন রয়েছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন এবং কোস্টগার্ড অভিবাসীদের সুরক্ষা ও পরবর্তী ব্যবস্থা নেবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন