Ridge Bangla

পুরুষ-নারীর মধ্যে প্রেম নয়, থাকে যৌন সম্পর্কের টান: নীনা গুপ্তা

বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরুষ ও নারীর মধ্যে ভালোবাসা নেই, এমনটাই মন্তব্য করেছেন। তিনি জানান, একজন পুরুষ এবং নারীর মধ্যে প্রথমে থাকে যৌন সম্পর্কের টান, যা পরে স্নেহে এবং অভ্যাসে পরিণত হয়। তিনি বলেন, সন্তানের জন্য যে ভালোবাসা অনুভূত হয়, তা স্বামীর জন্য হয় না।

নীনা গুপ্তার ব্যক্তিগত জীবনও এই মন্তব্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের প্রখ্যাত ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে তার প্রেম এক সময়ে বলিউডের খবরের শিরোনামে ছিল। তাদের একমাত্র সন্তান মাসাবা। ২০০৮ সালে নীনা ৪৯ বছর বয়সে বিবেক মেহরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সাক্ষাৎকারে তিনি বলেন, “বিয়ে এমন নয় যে স্বাভাবিকভাবে প্রেম থাকবে। প্রথমে থাকে যৌন ইচ্ছা, তবে পরে এটি বিভিন্ন দিক নিতে পারে। আপনি বিয়ে করুন বা অন্য কারো সঙ্গে থাকুন, প্রাথমিক অনুভূতিটি সাধারণত যৌন টানেই শুরু হয়।”

নীনা আরও জানিয়েছেন, তিনি তার স্বামীর জন্য অনেক কিছু করেন এবং এখনো তা চালিয়ে যাচ্ছেন। তবে তার মতে, সন্তান মাসাবার জন্য যে পরিমাণ ভালোবাসা ও ত্যাগ করতে পারেন, স্বামীর জন্য তা তুলনায় কম। তিনি হিউম্যানস অব বোম্বেকে বলেন, “আমি জানি অন্যরা কী ভাবেন, তবে আমি ভালোবাসা বুঝি না। সন্তানকে জন্য আমার ভালোবাসা সর্বোচ্চ।”

নীনার এই মন্তব্য একদিকে ব্যক্তিগত অনুভূতির প্রতিফলন, অন্যদিকে এটি সম্পর্ক ও ভালোবাসার জটিলতা নিয়ে নতুন দৃষ্টিকোণ তুলে ধরে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন