Ridge Bangla

বিএনপিকে ধন্যবাদ জানাল ডিএমপি

রাজধানীতে যানজট ও জনদুর্ভোগ এড়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত র্যালির পরিবর্তে স্বেচ্ছাশ্রমে খাল ও নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচি গ্রহণ করেছে। বিএনপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকায় সড়ক অবরোধ করে রাজনৈতিক কর্মসূচি পালন করলে তীব্র যানজট ও সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি বিকল্প কর্মসূচি গ্রহণ করে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলো একইভাবে কর্মসূচি আয়োজন করলে তা উত্তম চর্চা হিসেবে বিবেচিত হবে।

ডিএমপি জানায়, গত ২৩ আগস্ট কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় ৩২টি রাজনৈতিক দল ও জোটের নেতারা অংশ নেন। সেখানে কমিশনার রাজনৈতিক কর্মসূচি পালনের সময় জনদুর্ভোগ এড়িয়ে বিকল্প স্থান ও পদ্ধতি বেছে নেওয়ার আহ্বান জানান। বিএনপির এবারের কর্মসূচি সেই আহ্বানের প্রতিফলন বলে মনে করছে ডিএমপি। সংস্থাটি মনে করছে, এই উদ্যোগ রাজনৈতিক কর্মসূচি পালনে নতুন ধারা তৈরি করবে এবং জনস্বার্থ রক্ষায় রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা আরও সুদৃঢ় করবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন