Ridge Bangla

বিদেশি ঋণে আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

বৈদেশিক মুদ্রা লেনদেনের বিভিন্ন নির্দেশনা এতদিন আলাদা আলাদা সার্কুলার ও গাইডলাইনে ছড়িয়ে ছিল। এবার সেগুলো হালনাগাদ করে সমন্বিতভাবে প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টি সম্পর্কিত সব নিয়ম একত্রে আনা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জারি করা নতুন সার্কুলারে বলা হয়, ব্যাংকগুলোকে বিদেশি ঋণ, গ্যারান্টি, স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট (SBLC) এবং অন্যান্য প্রতিশ্রুতিমূলক সুবিধা প্রদানের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়ম অনুসরণ করতে হবে। এসবের মধ্যে রয়েছে ইউআরডিজি (Uniform Rules for Demand Guarantees), ইউসিপি (Uniform Customs and Practice for Documentary Credits) এবং আইএসপি (International Standby Practices)। তবে এগুলো অবশ্যই বাংলাদেশের প্রচলিত আইন ও বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

সার্কুলারে বাণিজ্যিক ঋণ, বিদেশে প্রদত্ত গ্যারান্টি বা জামানতের বিপরীতে ঋণ, দেশীয় ও বিদেশি উভয় পক্ষের জন্য রিপেমেন্ট গ্যারান্টি, লাইসেন্সপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ প্রদানের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বিশেষায়িত অঞ্চলভুক্ত প্রতিষ্ঠান (টাইপ-এ, বি ও সি) এর জন্য ঋণ সুবিধার কাঠামোও নির্ধারণ করা হয়েছে। এর আওতায় বৈদেশিক মুদ্রায় ঋণ, টাইপ-বি প্রতিষ্ঠানের জন্য টাকায় ঋণ, ইউস্যান্স বিল ডিসকাউন্টিং, বি ও সি প্রতিষ্ঠানের জন্য চলতি মূলধন সুবিধা এবং দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণগ্রহণের বিধান রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণগ্রহণ, ঋণ পরিশোধের গ্যারান্টি এবং বিদেশি মালিকানাধীন বা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের অনুকূলে চলতি মূলধন ঋণের বিধানও এতে সংযোজিত হয়েছে। খাতসংশ্লিষ্টদের মতে, একক কাঠামোর আওতায় সব নিয়ম আসায় বৈদেশিক লেনদেনে স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে। ব্যবসায়িক পরিবেশ আরও সহজ হবে, বিশেষত বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর জন্য।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন