Ridge Bangla

ছেলেকে ভর্তি করাতে সিঙ্গাপুর যাচ্ছেন শাকিব-অপু

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ছেলেকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছেন। সেখানে ছেলে আব্রাম খান জয়কে একটি স্কুলে ভর্তি করাবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন অপু।

অভিনেত্রী জানান, জয়কে সিঙ্গাপুরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করার সিদ্ধান্ত তিনি ছেলে জয়ের বাবা শাকিব খানের সঙ্গে আলোচনা করেই নিয়েছেন। খুব শিগগিরই তারা জয়কে নিয়ে সিঙ্গাপুর যাবেন। কিছুদিন সেখানে অবস্থানও করবেন বলে জানিয়েছেন তিনি।

অপু বলেন, “জয় সিঙ্গাপুরের একটি স্কুলে ভর্তি হবে। ওখানেই পড়াশোনা করবে। বিষয়টি মূলত আমার আর জয়ের বাবার মধ্যকার আলোচনা ছিল। কীভাবে বাইরে এলো জানি না। আমি সাধারণত ব্যক্তিগত বিষয়গুলো আড়ালেই রাখতে পছন্দ করি।”

এর আগে ঢাকায় একই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয়েছিল শাকিবের দুই ছেলে—জয় ও বীর। তবে পারিবারিক নানা জটিলতা এবং নেতিবাচক আলোচনার কারণে জয়কে সেখান থেকে সরিয়ে নেন অপু। এরপর থেকেই ছেলেকে দেশের বাইরে পড়ানোর পরিকল্পনার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

তবে জয়কে সিঙ্গাপুরে ভর্তি করালেও সেখানে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা রয়েছে কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি অপু বিশ্বাস। তিনি এটিকে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় হিসেবে উল্লেখ করেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন