Ridge Bangla

শোকের ছায়া আল্লু অর্জুন-রামচরণের পরিবারে

দক্ষিণী চলচ্চিত্রের প্রখ্যাত পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কিংবদন্তি তেলেগু অভিনেতা ও পদ্মশ্রী আল্লু রামালিঙ্গাইয়ার স্ত্রী আল্লু কানাকারত্নম মারা গেছেন। তাঁর মৃত্যুতে গভীর দুঃখে ভুগছেন তাঁর নাতি, জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন এবং রাম চরণ।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর প্রতিবেদনে জানা যায়, শনিবার (৩০ আগস্ট) বার্ধক্যজনিত অসুস্থতার কারণে আল্লু কানাকারত্নম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

আল্লু কানাকারত্নম ছিলেন আল্লু অর্জুনের দাদি এবং রাম চরণের নানি। তাঁর মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দক্ষিণ ভারতের চলচ্চিত্র ও সংস্কৃতির ক্ষেত্রে আল্লু পরিবার একটি মর্যাদাপূর্ণ পরিচিতি বহন করে, তাই এই শোক কেবল ব্যক্তিগত নয়, সমগ্র চলচ্চিত্র জগতকেও ছুঁয়ে গেছে।

পরিবার সূত্রে জানা যায়, মৃত্যুর দিনই বিকেলবেলায় হায়দরাবাদে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শোকসংবাদ জানার সঙ্গে সঙ্গে আল্লু অর্জুন ও রাম চরণ তাঁদের শুটিং বাতিল করে শেষকৃত্যে উপস্থিত হন।

শোবিজ বিশেষজ্ঞরা বলছেন, আল্লু কানাকারত্নমের মৃত্যু পরিবারে শুধুই ব্যক্তিগত শোক নয়, দক্ষিণী চলচ্চিত্র ও সংস্কৃতির এক যুগের অবসান হিসাবেও ধরা হচ্ছে। তাঁর জীবন এবং অবদানের স্মৃতিতে আজও পরিবার ও ভক্তরা গভীর শ্রদ্ধা ও স্মরণে আচ্ছন্ন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন