Ridge Bangla

৩ দাবিতে শুক্রবার শাহবাগে সর্বদলীয় সংহতি সমাবেশ

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শুক্রবার (৫ সেপ্টেম্বর) শাহবাগে সর্বদলীয় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণঅধিকার পরিষদ জানায়, গত শুক্রবার (২৯ আগস্ট) কেন্দ্রীয় কার্যালয় আল রাজি কমপ্লেক্সের সামনে শান্তিপূর্ণ সংবাদ সম্মেলনের সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়। হামলাকারীরা অফিসে ঢুকে চেয়ার ও টেবিল ভাঙচুর করে। এতে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন, অনেকের অবস্থা গুরুতর।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারের পক্ষ থেকে বিচারের আশ্বাস পাওয়া গেলেও হামলাকারীদের ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও এখনও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গণঅধিকার পরিষদ উদ্বেগ প্রকাশ করে এই ঘটনার পেছনে আওয়ামী লীগের দোসর বাহিনী এবং জাতীয় পার্টির ষড়যন্ত্র থাকার অভিযোগ করেছে। তারা মনে করে, এটি নয়া বাংলাদেশের গণতান্ত্রিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার একটি ফ্যাসিবাদী চক্রান্ত।

সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, সকল নেতাকর্মী, সমর্থক এবং গণতন্ত্রকামী জনগণ শুক্রবার বিকেল ৩টায় শাহবাগে সমাবেশে অংশগ্রহণ করে নুরুল হক নুরসহ হামলার শিকারদের পক্ষে এবং সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানান। সমাবেশে উপস্থিতরা তাদের তিনটি দাবিকে সামনে তুলে ধরবেন এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় একমত প্রকাশ করবেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন