Ridge Bangla

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ

নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি তিন তলা বাড়ির নীচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুর বেসিক এলাকার ফরিদ মিয়ার বাড়িতে ঘটে।

দগ্ধরা হলেন- মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮), এবং তাদের তিন মেয়ে মুন্নি (১৪), তিন্নি (১২) ও ময়ূরী (৬)। স্থানীয়রা জানিয়েছেন, ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দের বিস্ফোরণ ঘটে। চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত আগুন নিভিয়ে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বাড়ির মালিক ফরিদ মিয়া জানিয়েছেন, বিস্ফোরণের সময় তিন তলায় থাকা পরিবার ঘুম ভেঙে দ্রুত নিচে নেমে দগ্ধদের উদ্ধার করেন। দগ্ধদের ঘরের খাট ও জামাকাপড় ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে থাকায় বাড়ির অন্যান্য অংশে ছড়িয়ে পড়েনি।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, সিলিন্ডারের লিকেজে ঘরে গ্যাস জমে থাকার কারণে চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ ঘটে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, মানব চৌধুরীর ৭০%, বাচা চৌধুরীর ৪৫%, এবং তাদের তিন সন্তান যথাক্রমে ৩৬%, ২৮% ও ২২% দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা সংকটাপন্ন।

ঘটনার পর সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা রাশেদুল হাসান খান জানিয়েছেন, গ্যাসের লিকেজ ও সম্ভাব্য অবহেলার বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন