Ridge Bangla

লিসবনে ট্রাম দুর্ঘটনায় নিহত ১৭, আহত অন্তত ২২

পর্তুগালের রাজধানী লিসবনে একটি ফিউনিকুলার ট্রাম লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় সময় বুধবার (৩ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে। এতে অন্তত ১৭ জন নিহত এবং অন্তত ২২ জন আহত হয়েছেন বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। আহতদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় শহরের প্রধান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন পর্তুগিজ নাগরিক, দুইজন জার্মান ও একজন কোরীয় নাগরিক রয়েছেন। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সুজা নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

হলুদ-সাদা রঙের ঐতিহাসিক ট্রামটি একটি খাড়া পাহাড়ি সড়কে চলাচল করে। দুর্ঘটনার পর ট্রামটি পাশের একটি ভবনে ধাক্কা খেয়ে উল্টে যায়। পরে চূর্ণবিচূর্ণ অবস্থায় সরু রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পর্তুগিজ টেলিভিশনে সম্প্রচারিত দৃশ্যে ট্রামের পাশ ও উপরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দেখা গেছে।

ঘটনার সময় স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে ব্যস্ততম সময়ে যাত্রা করছিল ট্রামটি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি কেবল ভেঙে যাওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটে। তবে নিশ্চিত হওয়ার জন্য তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

‘গ্লোরিয়া’ নামে পরিচিত এ ফিউনিকুলার ট্রামটি ৪০ জনেরও বেশি যাত্রী বহন করতে পারে এবং স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের কাছেও লিসবনের অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন