কক্সবাজারের কটেজ জোন ও হোটেল এলাকায় ট্যুরিস্ট পুলিশ অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৪ জন তরুণ-তরুণীকে আটক করেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতের এ অভিযানে হোটেল ও কটেজে গোপন সুড়ঙ্গ ও লুকানোর জায়গা উদ্ধার করা হয়েছে।
অভিযানকালে দেখা যায়, কটেজ-হোটেলে গোপন সুড়ঙ্গ তৈরি করা হয়েছে, যা কখনো লুকতে, কখনো অনৈতিক কাজে ব্যবহার করা হতো। কিছু সুড়ঙ্গ পালানোর উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। এছাড়া খাটের নিচে লুকিয়ে থাকার ব্যবস্থাও ছিল। খাটের নিচ থেকে একাধিক তরুণ-তরুণীকে উদ্ধার করা হয়।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “সম্প্রতি কটেজ জোনে ছিনতাই, হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধের ঘটনা ঘটেছে। পর্যটকরা বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন। অনৈতিক কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। কটেজ জোন অপরাধমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার শহরের কলাতলী এলাকায় কয়েকটি কটেজ ও হোটেলকে ঘিরে দীর্ঘদিন ধরে পর্যটকদের ব্ল্যাকমেইল, জিম্মি এবং অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এই অপরাধ চক্রের কারণে পর্যটন শহরের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, নিয়মিত অভিযান চালালে এই ধরনের অপরাধ অনেকাংশে হ্রাস পাবে।
আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ।