Ridge Bangla

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের রায়, তারেক-বাবরের খালাস বহাল

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামির খালাসের হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া নতুন তদন্তের নির্দেশনা বাতিল করে জানায়, তদন্ত হবে কি না সেটি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে এ রায় দেওয়া হয়। এর আগে ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনের রায় বাতিল করে সব আসামিকে খালাস দেন।

আদালত রায়ে বলেন, একুশে আগস্ট হামলার বিচার আইনগতভাবে বৈধ ছিল না এবং অভিযোগপত্রও গ্রহণযোগ্য ছিল না। পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলে আজ তার নিষ্পত্তি হলো।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং শেখ হাসিনাসহ বহু নেতা-কর্মী আহত হন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন