পিতৃত্বের স্বাদ আগেই পেয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। ২০২০ সালে পুত্রসন্তানের পিতা হয়েছেন। তবে এবার কন্যাসন্তানের বাবা হয়েছেন। এতে যেন ক্রিকেট পরিচয়ের মতোই ‘অলরাউন্ডার’ বাবা হলেন মিরাজ।
বাবা হওয়ার বিষয়টা নিজেই নিশ্চিত করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আজ দুপুরে আমাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। সবার কাছে আমাদের নবজাতকের জন্য দোয়া কামনা করছি।’
২০১৯ সালের মার্চে দীর্ঘদিনের প্রণয়ের পর খুলনার মেয়ে রাবেয়াকে বিয়ে করেছিলেন মিরাজ। তার এক বছর পর ১০ অক্টোবর তাদের কোলজুড়ে আসে প্রথম সন্তান। তারা পুত্র সন্তানের নাম রাখেন মুদ্দাসসির হাসান ওয়াফিক। প্রায় পাঁচ বছর পর এবার মিরাজ হলেন কন্যার বাবা।
আসন্ন এশিয়া কাপ সামনে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ দল। স্ত্রীর পাশে থাকতে এই সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেন মিরাজ। তবে বোর্ডকে জানিয়ে রেখেছিলেন, এশিয়া কাপের দলে জায়গা পেলে তিনি খেলতে প্রস্তুত। যদিও নির্বাচকরা তাকে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়া কাপের দলে রাখেননি।