বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার তাকে প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, দেশে ফেরা সম্পূর্ণ তারেক রহমানের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে তার ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে সরকার সমাধানে সহযোগিতা করবে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি।
তৌহিদ হোসেন জানান, তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা তা তার জানা নেই। তবে তিনি দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট সরবরাহে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, “সরকার নিজে থেকে কোনো পদক্ষেপ নেবে না, কারণ এর প্রয়োজন নেই। তবে তারেক রহমান দেশে ফিরতে চাইলে আমরা অবশ্যই সহযোগিতা করব।”
এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গেও প্রশ্ন করা হয়। জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সর্বশেষ যে চিঠি পাঠানো হয়েছিল, তার পর আর কোনো যোগাযোগ হয়নি। তবে ভবিষ্যতে এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হলে তা গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে।
প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। দেশে ফেরার প্রসঙ্গটি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। তবে এ নিয়ে এবার সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হলো, তার ব্যক্তিগত সিদ্ধান্তের বাইরে কোনো উদ্যোগ সরকার নেবে না।