পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারা দেশে ১ হাজার ৬৯২ জন গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামির সংখ্যা ১ হাজার ৮৩ জন এবং অন্যান্য নানাবিধ অপরাধে আরও ৬০৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) শাহাদাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
শাহাদাত হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় (বুধবার ৩ সেপ্টেম্বর) সারা দেশে পুলিশের অধীনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান চলাকালে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে ১ হাজার ৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময় অন্যান্য অপরাধে সংশ্লিষ্টতা থাকার কারণে ৬০৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের সময় আসামিদের কাছ থেকে একটি একনলা বন্দুক, চারটি এলজি, একটি কিরিচ ও দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
এসময় তিনি আরও জানান, ভবিষ্যতেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।