Ridge Bangla

বলিউডে নারী ও পুরুষের বৈষম্য নিয়ে সরব কৃতি স্যানন

বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন কৃতি স্যানন সম্প্রতি ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলমান পুরুষ প্রাধান্য ও লুকানো বৈষম্য নিয়ে সরাসরি মুখ খুলেছেন। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পুরুষ ও নারী অভিনেতার মধ্যে ছোট ছোট বৈষম্য ইন্ডাস্ট্রিতে গোপন নোংরামির বার্তা দেয়।”

২০১৪ সালে বলিউডে অভিষেকের পর থেকে কৃতি একের পর এক সফল সিনেমায় কাজ করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন। তবে তার মতে, এখনও নারী ও পুরুষ তারকাদের সঙ্গে সমান আচরণ করা হয় না। তিনি বলেন, “পুরুষ অভিনেতার জন্য বড় গাড়ি, বড় মেকআপ রুম রাখা হয়। এটা গাড়ির বিষয় নয়, বরং বিষয়টা হলো আমাকে ছোট ভাবা হচ্ছে। শুধু আমি নারী বলেই আমাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে।”

কৃতি জানান, তার মা-বাবা দুজনেই পেশাজীবী ছিলেন এবং তাদের দুই মেয়েকে সমানভাবে দায়িত্ব নিতে শিখিয়েছেন। তিনি বলেন, “আমার মা এমন সময়ে বড় হয়েছেন যখন মেয়েদের শুধু ঘরে থাকার শিক্ষা দেওয়া হতো। তিনি সেখান থেকে বের হয়ে অধ্যাপক হয়েছেন। মা-ই আমাকে স্বপ্ন দেখতে ও এগিয়ে যেতে উৎসাহ দিয়েছেন।”

অভিনেত্রী আরও উল্লেখ করেন, “অনেক সময় সহকারী পরিচালকরা প্রথমে আমাকে ডেকে নেয়, কিন্তু পরে অপেক্ষা করে পুরুষ অভিনেতার জন্য। আমি তখন বলতে বাধ্য হই, ‘এভাবে করো না’। এই মানসিকতাই বদলাতে হবে।”

বর্তমানে কৃতি স্যানন নতুন সিনেমা ‘তেরে ইশক মে’-এর শুটিংয়ে ব্যস্ত। সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার ধানুশ। তার এই মন্তব্য বলিউডে নারী সমতার বিষয়কে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন