Ridge Bangla

আদালতে সাংবাদিকের উপর আইনজীবীর হামলা, আহত সময় টিভির প্রতিনিধি

ঢাকার মহানগর হাকিম হাসিব উল্লাস পিয়াসের আদালতে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সংবাদ সংগ্রহকালে আইনজীবীর কিল, ঘুষি ও লাথিতে গুরুতর আহত হয়েছেন সময় টিভির সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়াম।

ঘটনা ঘটে শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানির সময়। দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে পান্নাকে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের ৮ম তলায় ৩০ নম্বর এজলাসে তোলা হয়। এ সময় সাংবাদিক সিয়ামসহ কয়েকজন সংবাদকর্মী এজলাসে উপস্থিত ছিলেন।

সংবাদকর্মী মোক্তাদির রশীদ পান্নার সঙ্গে কথা বলার কারণ জানতে চাইলে অ্যাডভোকেট মহিউদ্দিন মাহি তাদের বেরিয়ে যেতে বলেন। এরপর সাংবাদিক সিয়াম নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিলে আইনজীবী বেঞ্চ থেকে লাফ দিয়ে তার কানের ওপর ঘুষি মেরে আক্রমণ করেন। পরে আইনজীবীর সহযোগীরা তাকে ঘিরে মারধর শুরু করে। চড়, থাপ্পড়, কিল, ঘুষি ও লাথিসহ একাধিক আঘাত পান সাংবাদিক। এতে তার শরীর রক্তাক্ত হয়।

পরিস্থিতি ভয়াবহ দেখেই আদালত কক্ষে থাকা বিচারক খাসকামরায় চলে যান। পরে প্রসিকিউশনের পক্ষে থাকা কাইয়ুম হোসেন নয়ন সাংবাদিককে উদ্ধার করে সাক্ষীর কাঠগড়ার কাছে নিয়ে যান।

আহত সাংবাদিক সিয়াম অভিযোগ করেছেন, “বিচারকের সামনে কোনো কারণ ছাড়া আমাকে মারধর করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।”

এই ঘটনার পর সাংবাদিক ও আইনজীবীদের নিরাপত্তা এবং আদালতে কাজকর্মের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘটনার তদন্ত এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন