Ridge Bangla

৪ দিনে ৫০ কোটি আয়, বিশ্বব্যাপী ঝড় তুলছে ‘পরম সুন্দরী’

সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর অভিনীত বলিউডের রোমান্টিক-কমেডি সিনেমা ‘পরম সুন্দরী’ মুক্তির মাত্র চার দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ৫০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে। ম্যাডক ফিল্মস প্রযোজিত এই সিনেমা ভারতে যেমন দর্শকপ্রিয়তা পাচ্ছে, তেমনি বিদেশি বাজারেও প্রশংসিত হচ্ছে।

৪ দিনের আয় বিশ্লেষণ করলে দেখা যায়, ভারতীয় নেট কালেকশন থেকে ৩১.৮ কোটি রুপি, ভারতীয় গ্রস থেকে ৩৭.৫২ কোটি, বিদেশি বাজার থেকে ১২.৫ কোটি রুপি এবং মোট বিশ্বব্যাপী গ্রস আয় ৫০.০২ কোটি রুপি। যদিও প্রথম সোমবারে সিনেমাটি প্রত্যাশার তুলনায় কিছুটা পতনের মুখে পড়ে, তবুও দর্শক এবং নির্মাতাদের আস্থা ও ওয়ার্ড-অফ-মাউথের কারণে আগ্রহ অব্যাহত রয়েছে।

‘পরম সুন্দরী’ মুক্তির পর থেকেই পোস্ট-কোভিড যুগে সিদ্ধার্থ মালহোত্রার সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে পরিচিতি পেয়েছে। ভারতের বড় শহরগুলোতে সিনেমাটি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছে, আর বিদেশি বাজারে প্রযোজনা ও অভিনয়ের মান দর্শকদের মন জয় করেছে।

তবে আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে টাইগার শ্রফ অভিনীত অ্যাকশন ফ্র্যাঞ্চাইজ ‘বাঘি ৪’। এই সিনেমার বিশাল ফ্যানবেস এবং জনপ্রিয়তার কারণে ‘পরম সুন্দরী’ কিছু স্ক্রিন হারাতে পারে। বিশ্লেষকদের মতে, ভারতে ৬০ কোটি নেট আয় করতে পারলে সিনেমাটি নিরাপদ অঞ্চলে পৌঁছাবে, কিন্তু ‘বাঘি ৪’-এর সঙ্গে প্রতিযোগিতায় সেই লক্ষ্য অর্জন সহজ হবে না।

ফলে, ‘পরম সুন্দরী’ তার রোমান্টিক কমেডি ধাঁচের জাদু দেখাচ্ছে, দর্শকপ্রিয়তা ও আয়ের দিক থেকে ইতিমধ্যেই সিনেমা ইন্ডাস্ট্রিতে বিশেষ স্থান করে নিয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন