বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘটনা পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘৩৬ আওয়ার্স অব বিট্রেয়াল’ মুক্তি পেয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এ প্রামাণ্যচিত্র উন্মোচন করা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ফ্যাসিবাদী আমলের দুঃশাসন ও জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে একাধিক প্রামাণ্যচিত্র নির্মাণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই প্রামাণ্যচিত্র প্রকাশ করা হলো।
বিবৃতিতে আরও বলা হয়, ২০০৯ সালের ফেব্রুয়ারিতে সংঘটিত পিলখানা হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত। সেই ঘটনার মধ্য দিয়েই দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটে এবং শুরু হয় দীর্ঘ ১৬ বছরের পরাধীনতার অধ্যায়। এই প্রামাণ্যচিত্রে সেই ভয়াল সময়ের নানা দিক তুলে ধরা হয়েছে। ‘৩৬ আওয়ার্স অব বিট্রেয়াল’-এ ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত নানাভাবে উপস্থাপন করা হয়েছে সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড, রাজনৈতিক অস্থিরতা এবং পরবর্তী পরিস্থিতির করুণ চিত্র। এতে প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী পরিবার ও বিশেষজ্ঞদের সাক্ষাৎকারও সংযোজিত হয়েছে।
প্রামাণ্যচিত্রটির নির্মাতারা জানান, শুধু একটি হত্যাকাণ্ডের ইতিহাস নয়, এর মাধ্যমে দেখানো হয়েছে কীভাবে সেই সময়কার শাসনব্যবস্থার ভেতরে লুকিয়ে থাকা দুর্বলতা এবং ষড়যন্ত্র ধীরে ধীরে ফ্যাসিবাদকে শক্তিশালী করেছিল। সরকার আশা করছে, নতুন প্রজন্ম এই প্রামাণ্যচিত্র দেখে ইতিহাস সম্পর্কে জানবে এবং অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে গণতন্ত্র ও মানবাধিকারের ভিত্তিতে এগিয়ে নেবে।
এদিকে প্রামাণ্যচিত্র মুক্তির খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই একে ইতিহাস জানার মূল্যবান দলিল হিসেবে অভিহিত করেছেন।