Ridge Bangla

ডিভোর্স নিয়ে অবশেষে মুখ খুললেন যীশু সেনগুপ্ত

টলিউডের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত এবং তাঁর স্ত্রী নীলাঞ্জনা বহুদিন ধরেই আলাদা থাকছেন। তাঁদের সংসারে দুই কন্যা – সারা ও জারা। যদিও আইনত এখনও তাঁরা স্বামী-স্ত্রী, তবু নেটদুনিয়ায় তাঁদের সম্পর্ক ভাঙার গুঞ্জন জোরালোভাবে ছড়িয়ে পড়েছে।

এর আগে নীলাঞ্জনা জানিয়েছিলেন, অতীতের ঘাত-প্রতিঘাত পেছনে ফেলে তিনি বর্তমানে বাঁচতে চান এবং জীবন উপভোগ করছেন। কিন্তু যীশু এতদিন এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। অবশেষে মুখ খুলে তিনি বলেন, “বইয়ের কভার দেখে বিচার করা উচিত নয়। ব্যক্তিগত কারণে আমি প্রকাশ্যে কিছু বলব না। তবে কিছু ঘনিষ্ঠ মানুষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি।”

যীশু আরও বলেন, দাম্পত্যে সমস্যা মানেই কাউকে দোষারোপ করা নয়। “দুটি মানুষ একসঙ্গে থাকতে না পারলেও তার মানে এই নয় যে আমি মানুষটার বিরুদ্ধে যাচ্ছি। সমস্যা থাকলেও পাশে থাকা জরুরি বলে আমি বিশ্বাস করি।”

সম্প্রতি আলোচনার কেন্দ্রে আসে তাঁদের মেয়ে সারা, যিনি সামাজিক মাধ্যমে বাবাকে আনফলো করেছেন। এ বিষয়ে যীশু বলেন, “সারা খুব স্মার্ট। সে যা করেছে, নিজের প্রচেষ্টাতেই করেছে। আমি বা নীলাঞ্জনা কেউ ওকে সাহায্য করিনি।”

এরই মধ্যে ভারতীয় গণমাধ্যমে খবর আসে, যীশু নাকি গুজরাতের মেয়ে শিনাল সুর্তির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এবং মুম্বাইয়ে একসঙ্গে থাকছেন। শিনাল দীর্ঘ পাঁচ বছর ধরে তাঁর কাজের সহকারী হিসেবে যুক্ত। শুটিং ব্যস্ততা ও মুম্বাই-কলকাতার দূরত্বই যীশু-নীলাঞ্জনার সম্পর্কে ভাঙনের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

উল্লেখ্য, ২০০৪ সালে যীশু ও নীলাঞ্জনা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। সে সময় নীলাঞ্জনা অভিনয়জগতে পরিচিত মুখ ছিলেন। দীর্ঘ দাম্পত্য ও দুই সন্তানের সংসারের পরও বর্তমানে তাঁদের সম্পর্কে নেমে এসেছে দূরত্ব, যা আলোচনার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন