Ridge Bangla

বুয়েটে কেউ আমাকে পাত্তা দিতো না: অপি করিম

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও স্থপতি অপি করিম সম্প্রতি নিজের কলেজ জীবন এবং বিশ্ববিদ্যালয় অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বলেছেন। স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষে শিক্ষকতা করা অপি করিম জানান, তার নিজের ডিপার্টমেন্টে কেউই তাকে পাত্তা দিতো না।

সাক্ষাৎকারে অপি করিম বলেন, “বুয়েটের কেউ আমাকে একদম পাত্তা দিতো না। আমাদের বাসার ঠিক উল্টো দিকে বুয়েটের বাস থাকত। কিন্তু দিনের শুরুতেই স্টুডেন্টদের ভীড় দিয়ে সেই বাসটা ভরে যেত। কেউ আমাকে কখনো একবারও বলে নাই, ‘ওরে বাবা! অপি করিম!’ একদম না। বেশিরভাগ দিন দাঁড়িয়ে থেকেই যেতাম।”

তিনি আরও বলেন, “যদি আমি অন্য ডিপার্টমেন্টে যেতাম বা ব্যাংকে কাজ করতাম, কেউ খাতির দিত। কিন্তু আমার ডিপার্টমেন্টে, মামা থেকে শুরু করে শিক্ষক, বন্ধু, সিনিয়র, জুনিয়র কেউই আমাকে পাত্তা দেয়নি।” তবে অপি জানান, এই অভিজ্ঞতাকে তিনি উপভোগ করেছেন। এটি তাকে নিজের উপর নির্ভরশীল হতে শিখিয়েছে এবং কখনো মনে হয়নি যে সবাই তাকে বিশেষভাবে অ্যাটেনশন দিচ্ছে।

সাক্ষাৎকারে আরও খোলাসা করেছেন অপি করিম, তিনি সকলকে মাঝে মাঝে রাগী মনে করেন, তবে নিজেকে আত্মভোলা হিসেবে দেখেন। খাবারের মধ্যে তার প্রিয় সাদা পোলাও। এছাড়া, নাটকে মাহফুজের সঙ্গে কাজ করলেও দর্শকরা তার পার্থ বড়ুয়ার সঙ্গে জুটিকে বেশি পছন্দ করেন।

অপি করিমের এই খোলাখুলি ব্যক্তিগত গল্প তার ভক্তদের কাছে নতুন দিক উন্মোচন করেছে, যা তাকে আরও মানবিক এবং বাস্তব চরিত্র হিসেবে পরিচিত করেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন