Ridge Bangla

আগস্টে গণপিটুনি, সাংবাদিক নির্যাতন ও সহিংসতা বৃদ্ধি: এমএসএফ রিপোর্ট

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে, চলতি আগস্টে দেশে গণপিটুনির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই মাসে কমপক্ষে ৩৮টি ঘটনায় ২৩ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছেন। যা জুলাইয়ের তুলনায় ঢের বেশি। উল্লেখ্য, জুলাইয়ে ১৬ জন নিহত হয়েছিল।

নিহতদের মধ্যে চুরি, ডাকাতি, মাদক, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মানুষ মারা গেছেন বলে জানা গেছে। তবে এমএসএফের নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানান, বাস্তবে গণপিটুনির ঘটনা সবচেয়ে বেশি, কিন্তু মানুষ ভয়ে মুখ খুলতে পারছে না।

বিভিন্ন তথ্য উপাত্তে দেখা গেছে, আগস্টে পেশাগত দায়িত্ব পালনের সময় ৩৩টি ঘটনায় ৯৬ জন সাংবাদিক হামলা, হুমকি, আইনি হয়রানি এবং চাকরিচ্যুতির শিকার হয়েছেন। জুলাইয়ে আক্রান্তের সংখ্যা ছিল ৩০।

সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে ৭ আগস্ট গাজীপুরে, যেখানে দৈনিক প্রতিদিনের সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। এমএসএফ জানিয়েছে, স্থানীয়ভাবে সাংবাদিকদের জন্য ন্যায়বিচারের সুযোগ এখনো অনেক সীমিত।

রাজনৈতিক সহিংসতার ৪৯টি ঘটনায় ৫৪৯ জন আহত এবং দুই জন নিহত হয়েছেন। বিএনপির অন্তর্দ্বন্দ্বে ২৩টি, বিএনপি-আওয়ামী সংঘর্ষে ৫টি, বিএনপি-জামায়াত সংঘর্ষে দুটি, আওয়ামী লীগ-জামায়াত সংঘর্ষে একটি এবং অন্যান্য রাজনৈতিক দ্বন্দ্বে ১৮টি ঘটনা ঘটেছে। কিছু ঘটনায় পার্টি অফিস, দোকানপাট ও বাড়িঘরে হামলা, অগ্নিকাণ্ড ও ককটেল বিস্ফোরণের তথ্যও রয়েছে।

আগস্টে দেশের বিভিন্ন কারাগারে ১০ জন বন্দি মারা গেছেন। এর মধ্যে তিনজন কয়েদি এবং সাতজন হাজতি ছিলেন। জুলাই মাসেও সমান সংখ্যক মৃত্যু হয়েছিল। আগস্টে সংখ্যালঘু সম্প্রদায়ের ১০টি ঘটনা ঘটেছে, যেখানে হামলা, ভাঙচুর, লুটপাট, ধর্ষণ, জমি দখল ও কটূক্তি অন্তর্ভুক্ত।

নারী ও শিশুদের বিরুদ্ধে ৩৪৯টি সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে ৪৭টি ধর্ষণ, ১৯টি সংঘবদ্ধ ধর্ষণ, ২৪টি ধর্ষণের চেষ্টা, ২১টি যৌন হয়রানি এবং ৯৪টি শারীরিক নির্যাতন। ধর্ষণের শিকারদের মধ্যে ১১ শিশু ও ১৭ কিশোরী ছিলেন।

সাইদুর রহমান মন্তব্য করেছেন, গণপিটুনি, সাংবাদিক নির্যাতন ও সহিংসতার এই প্রবণতা দেশের আইনশৃঙ্খলার অবনতিকে প্রতিফলিত করছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন