Ridge Bangla

আমি আমার জীবনে অসাধারণ কিছু পুরুষকে পেয়েছি: তামান্না ভাটিয়া

বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া প্রেম ও বিচ্ছেদের কারণে বারবার শিরোনামে এসেছেন। বিজয় বর্মার সঙ্গে টানা দুই বছর সম্পর্কের পর তাদের বিচ্ছেদ হয়েছিল। তবে তার আগেও তামান্নার জীবনে কয়েকটি সম্পর্ক ছিল, যাদের প্রত্যেককেই তিনি অসাধারণ হিসেবে মনে করেন।

‘লাস্ট স্টোরিজ ২’ ছবিতে অভিনয় করতে গিয়ে তামান্না ও বিজয় বর্মার মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারা প্রকাশ্যে সম্পর্ক বজায় রেখেছিলেন—বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত ধরে একসাথে আসতেন। কিন্তু সম্পর্ক হঠাৎ ভেঙে যায়। শোনা যায়, তামান্না বিয়ে করে স্থিতিশীল জীবন শুরু করতে চেয়েছিলেন, কিন্তু অভিনেতা রাজি হননি। তবে তামান্না এখনও নিজে এই বিষয়ে মন্তব্য করেননি।

সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি আমার জীবনে অসাধারণ কিছু পুরুষকে পেয়েছি। এই পুরুষদের কাছ থেকে আমি নানাভাবে সমর্থন পেয়েছি। অবশ্যই নারীরা নিজেই শক্তিশালী, কিন্তু নিজের শক্তি বোঝার জন্য কিছু সময় আয়নার প্রয়োজন হয়। সেই আয়নার কাজ করেন এই পুরুষরা। তারা দেখায় আপনি কতটা শক্তিশালী।”

কিছু দিন আগে একটি সাক্ষাৎকারে তিনি যৌনতা প্রসঙ্গেও মন্তব্য করেন। তিনি বলেন, “যে মুহূর্তে কেউ আপনাকে লজ্জিত বোধ করাতে পারবে, সেই মুহূর্তে আপনি তার নিয়ন্ত্রণে চলে যাবেন। সবচেয়ে পবিত্র বিষয় নিয়েও আমরা লজ্জিত বোধ করি। কিন্তু এটি জীবনের অংশ।”

বিচ্ছেদের পর বিজয় বর্মার জীবনে এসেছেন ফাতিমা সানা শেখ, আর তামান্নার সঙ্গে সম্পর্ক এখনো সুসম্পর্ক বজায়। তবে দুজনই এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তামান্নার বক্তব্য থেকে স্পষ্ট—যে সম্পর্কই হোক, তিনি সবসময় শক্তিশালী নারী হিসেবে নিজের পরিচয় ধরে রেখেছেন এবং জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন