Ridge Bangla

সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের সিন্ডিকেটে এক হাজার কোটি টাকা লুটপাট

বাংলাদেশ পুলিশের সাবেক স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান মনিরুল ইসলামের নেতৃত্বে একটি সিন্ডিকেট এক হাজার কোটি টাকারও বেশি অর্থ আত্মসাত করেছে এমন অভিযোগের ভিত্তিতে তদন্ত চলমান। দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত এসব অর্থ তিনি এবং তার পরিবার, শ্যালক ও ঘনিষ্ঠজনদের ব্যাংক হিসাব ব্যবহার করে বৈধ করার চেষ্টা করেছেন।

তদন্তে দেখা গেছে, মনিরুলের স্ত্রী সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন, শ্যালিকাসহ অন্যান্য ঘনিষ্ঠ আত্মীয়রা এ লেনদেনে সক্রিয় ছিলেন। সিন্ডিকেট রোহিঙ্গাদের সহায়তার নামে খোলা দুটি এনজিও—কুয়েত সোসাইটি ফর রিলিফ (KSR) ও শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল—ব্যবহার করে প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাৎ করেছে।

গোয়েন্দা অনুসন্ধানে দেখা গেছে, মনিরুল ইসলাম এবং সংশ্লিষ্টদের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাংক হিসাবের মাধ্যমে এ অর্থ স্থানান্তর ও উত্তোলনের প্রমাণ মিলেছে। এছাড়াও, তারা রাজধানীর মিরপুর ও উত্তরায় ৫০টির বেশি ফ্ল্যাট এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব ব্যবহার করে লেনদেন করেছেন।

শ্যালক ও তার পরিবারের নামে থাকা হিসাবেও কোটি কোটি টাকার লেনদেনের তথ্য মিলেছে। উদাহরণস্বরূপ, শ্যালক শাহীন ও তার স্ত্রী টুম্পার নামে একাধিক ব্যাংক হিসাবের মাধ্যমে বিপুল অর্থ স্থানান্তর করা হয়েছে, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মানিলন্ডারিং করা হয়েছে।

দুদক ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং প্রাথমিক পর্যায়ে মনে হচ্ছে, মনিরুল ইসলাম ও তার স্ত্রী নিয়মবহির্ভূতভাবে এসব অর্থ অর্জন ও স্থানান্তর করেছেন। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, অভিযোগের সত্যতা সম্পর্কে এখনই চূড়ান্ত মন্তব্য করা যাচ্ছে না, কারণ অনুসন্ধান এখনও চলমান।

প্রাথমিক হিসাব ও নথি অনুযায়ী, মনিরুল ইসলাম, তার পরিবার ও ঘনিষ্ঠদের ব্যাংক হিসাবের মাধ্যমে হাজার কোটি টাকার লেনদেনের প্রমাণ মিলেছে। কুয়েত সোসাইটি ফর রিলিফ এবং শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের অনুদানও সম্পূর্ণরূপে লুটপাট হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন