ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার দপ্তরে রদবদল আনা হয়েছে। রোববার (৩১ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পরিবর্তনের তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. সরওয়ারকে প্রশাসন উইংয়ের অতিরিক্ত কমিশনার হিসেবে এবং প্রশাসনের অতিরিক্ত কমিশনার মো. জিললুর রহমানকে ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এদিকে এর আগে ডিএমপির প্রশাসন শাখার অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন ফারুক আহমেদ। সম্প্রতি তিনি ডিএমপি থেকে বদলি হয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এ অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) পদে যোগ দিয়েছেন।
এই পোস্টটি পাঠ হয়েছে: ১২