Ridge Bangla

মাত্র ৩৮ বছরে মারা গেলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়া মারাঠে

মাত্র ৩৮ বছর বয়সে মারা গেছেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী প্রিয়া মারাঠে। রোববার (৩১ আগস্ট) মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘পবিত্র রিশতা’ খ্যাত এই অভিনেত্রী। তিনি প্রসিদ্ধ বলিউড অভিনেতা প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সহঅভিনেত্রী হিসেবে খ্যাতি পেয়েছিলেন।

প্রিয়ার শরীরে ক্যানসার ধরা পড়েছিল, কিন্তু কখন এই মরণব্যাধি তার দেহে দানা বেঁধেছে, তা তিনি এবং তার পরিবার বুঝতে পারেননি। চিকিৎসা নেওয়ার পরও তার স্বাস্থ্যগত অবস্থা উন্নতি লাভ করেনি। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর ক্যানসারের কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হন প্রিয়া।

১৯৮৭ সালের ২৩ এপ্রিল জন্মগ্রহণ করা প্রিয়া মারাঠে মুম্বাইয়ে বেড়ে ওঠেন। পড়াশোনা শেষ করার পর অভিনয় জগতে পা রাখেন তিনি। হিন্দি এবং মারাঠি ধারাবাহিক, সিনেমা ও নাটকে নিয়মিত অভিনয় করেছেন। এছাড়া স্ট্যান্ড-আপ কমেডি এবং বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নিজের বহুমুখী প্রতিভা প্রমাণ করেছেন।

প্রিয়ার অকাল প্রয়াণে ভারতীয় শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমেছে। তার সহকর্মী ও ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন এবং প্রিয়ার অবদানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। বিশেষত ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের মাধ্যমে তিনি দর্শকের মনে গড়ে তুলেছিলেন এক বিশেষ স্থান।

প্রিয়ার জীবন ও কর্মশৈলী এক প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। ভারতীয় টেলিভিশন ও মারাঠি বিনোদন জগত তার প্রস্থানকে গভীর শোকের সঙ্গে স্মরণ করবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন