ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন শোরগোল সৃষ্টি করেছেন। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হওয়ার পর ২০২০ সালে অভিনয় জগতে পা রাখেন তিনি। অভিনেত্রী একইসঙ্গে সমাজসচেতন ও জনহিতৈষী কর্মকাণ্ডেও সক্রিয়। চমক সম্প্রতি রাজধানীর যানজট ও নগর পরিবহন সমস্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
গতকাল তিনি এক পোস্টে লিখেছেন, “মেইন রাস্তায় ব্যাটারি চালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না।” চমকের এই মন্তব্যে সমালোচনা ও সমর্থন দুইই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন নেটিজেন মন্তব্য করেছেন, “রিকশা না চললে আমরা চলবো কীভাবে?” আবার অন্য কেউ লিখেছেন, “গরিবের পেটে লাথি কেন?” অন্যদিকে, কিছু ব্যবহারকারী অভিনেত্রীর মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন। একজন লিখেছেন, “এটা ভালো উদ্যোগ।”
রাজধানীর সড়কগুলোতে প্রতিদিন বাড়ছে যানজট, যা নষ্ট করছে কর্মঘন্টা এবং তৈরি করছে জনদুর্ভোগ। যানজটের কারণে অনেকেই হাসপাতাল ও জরুরি স্থানে পৌঁছাতে পারছেন না, এমনকি প্রাণও হারাচ্ছেন। দেশের বেশিরভাগ নাগরিক মনে করেন, নগর যানজটের মূল কারণ ব্যাটারিচালিত অটোরিকশা।
রুকাইয়া জাহান চমকের এই মন্তব্য আবারও আলোচনায় এনেছে নগর পরিবহন, যানজট এবং সাধারণ মানুষের সুবিধা নিয়ে নানান প্রশ্ন। অভিনেত্রীর বক্তব্য সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে বিতর্কের সৃষ্টি করেছে, যা রাজধানীর পরিবহন ব্যবস্থার সমস্যার প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে।