Ridge Bangla

ফেব্রুয়ারির নির্বাচনই বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করাটাই বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে—ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচন যেন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা ও ভূমিকা রাখা।

সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতে নানা ষড়যন্ত্র হয়েছে, তবে সফল হয়নি। এ উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠন এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন, ড্যাব ও অ্যাবের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি সংস্কার কমিশনের প্রস্তাবগুলো সর্বাত্মক সহযোগিতা করেছে। ৩১ দফা কর্মসূচির মাধ্যমে রাজনীতিতে পরিবর্তন এনেছে এবং ক্ষমতায় গেলে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আরও আমূল সংস্কার করবে। তিনি আশা প্রকাশ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।

জিয়াউর রহমানের আদর্শ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন দেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তন এনেছে। তার শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বতন্ত্রতা ও মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছিল।

এদিকে জনদুর্ভোগের কথা বিবেচনায় মঙ্গলবারের পূর্বঘোষিত র‌্যালি বাতিল করেছে বিএনপি। এর পরিবর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি খাল-ড্রেন পরিচ্ছন্নতার স্বেচ্ছাশ্রম কর্মসূচি পালন করবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন