মাদারীপুরে কোনো তদবির বা ঘুষ ছাড়াই শুধুমাত্র শারীরিক সক্ষমতা ও মেধার ভিত্তিতে ১৬ জন চাকরিপ্রার্থী পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন। রোববার (৩১ আগস্ট) বিকেলে মাদারীপুর পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান।
এই বছরের মাদারীপুর কোটায় ১৬ জন পদে মোট ৩৩০ জন আবেদন করেছিলেন। লিখিত ও শারীরিক পরীক্ষার মাধ্যমে ১৬ জনকে চূড়ান্তভাবে উত্তীর্ণ ঘোষণা করা হয়। এছাড়া আরও ৩ জনকে অপেক্ষমান হিসেবে রাখা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান নবাগতদের ফুলের শুভেচ্ছা দিয়ে তাদের স্বাগত জানান।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম এবং ঢাকা জেলার পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম। তারা নবাগতদের নিয়োগ প্রক্রিয়া এবং শারীরিক ও মানসিক যোগ্যতা যাচাইয়ের সুষ্ঠু পরিবেশের প্রশংসা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিয়মানুযায়ী সম্পন্ন করা হয়েছে। মাত্র ১২০ টাকা খরচে প্রার্থীরা নিয়োগ পেয়েছেন, যা চাকরিপ্রার্থীদের জন্য এক অনন্য উদাহরণ হিসেবে ধরা হচ্ছে।
মাদারীপুর পুলিশ সুপার বলেন, “আমরা চাই সম্পূর্ণ যোগ্য ও মেধাবী প্রার্থীরা ঘুষ বা তদবিরের বাইরে থেকে দেশের জন্য দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করুন।” নবাগত পুলিশ কনস্টেবলরা সরকারি সেবা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে পুলিশ বাহিনীর শক্তি আরও বৃদ্ধি করবে।