Ridge Bangla

খুলনায় সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

খুলনার খান জাহান আলী সেতুর (রূপসা সেতু) ২নং পিলারের বেজমেন্ট থেকে রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ওয়াহেদ-উজ-জামান বুলু নামের এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বুলু খুলনা মহানগরীর শিববাড়ি এলাকার আকবর আলীর ছেলে।

র‍্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মারুফ মরদেহের পরিচয় নিশ্চিত করেন। নগরীর লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। যেহেতু লাশ নদীর মধ্যে ভাসমান অবস্থায় পাওয়া যায়, তাই নৌপুলিশকে বিষয়টি অবহিত করা হয়। পরে রূপসা নৌপুলিশ ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেনের নেতৃত্বে সন্ধ্যা ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহতের পরনে ছিল নীল রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তবে তার ডান হাত ও মুখমণ্ডল আঘাতে বিকৃত অবস্থায় পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ঝালমুড়ি বিক্রেতা জানিয়েছেন, তিনি বুলুকে সেতু থেকে লাফ দিতে দেখেছেন।

সাংবাদিক বুলুর লাশ উদ্ধারের ঘটনায় খুলনার স্থানীয় জনগণ এবং সাংবাদিক সমাজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে এবং ঘটনার সত্যতা ও কারণ নির্ধারণে তদন্ত শুরু করেছে। মৃত্যুর কারণ স্পষ্ট করতে থানার পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও সাংবাদিক সংগঠনগুলোও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং নিহত সাংবাদিকের পরিবারকে সমবেদনা জানিয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন