ণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘‘এটি কোনো সাধারণ রাজনৈতিক দলের কর্মীর ওপর হামলা নয়। এটি একটি পক্ষের পক্ষ থেকে গণ-অভ্যুত্থানের নেতাদের ওপর পরিকল্পিত হামলা। ফ্যাসিবাদের পক্ষের শক্তিদের শেল্টার দেওয়ার উদ্দেশ্যেই জাতীয় পার্টি চিহ্নিত গণতান্ত্রিক আন্দোলনের নেতাদের টার্গেট করছে।’’
তিনি আরও বলেন, ‘‘বিগত সময়ে অবৈধ সংসদের বৈধতা দেওয়াসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের অংশ হিসেবে নুরুল হকের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে।’’
আসিফ মাহমুদ বলেন, ‘‘যেহেতু বর্তমানে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছেন, তাই এই ঘটনা যেই কারণে হোক, দায় সরকারকেই নিতে হবে। হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং নুরুল হকের উন্নত চিকিৎসা দেওয়ার বিষয়ে সরকারের অঙ্গীকার রয়েছে।’’
উল্লেখ্য, ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরে চিকিৎসকের পরামর্শে ঢামেকে স্থানান্তর করা হয়।