Ridge Bangla

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শেষ পর্যন্ত লড়াই করবো: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, “সংসদ নির্বাচন না হওয়ার দায় আমাদের ওপর যেন না আসে, সে জন্যই পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছি। একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়াই করবো।”

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে সিইসির সঙ্গে বৈঠক করেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সিইসি জানান, প্রতিনিধি দল নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। তিনি তাদের বলেন, প্রধান উপদেষ্টা এরই মধ্যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত দিয়েছেন। তাই নির্বাচন কমিশন আগে থেকেই প্রস্তুতি জোরদার করেছে।

তিনি আরও বলেন, “নির্বাচনের সময়সূচি নির্ধারণে কিছু টানাপোড়েন ছিল। তবে পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি থাকবে না। আমরা কোনো দায় নিতে রাজি নই।” রাজনৈতিক দলগুলোর সমঝোতার ব্যাপারেও তিনি আশাবাদী।

গুজব প্রসঙ্গে সিইসি বলেন, “এ দেশ গুজবের দেশ। আমরা গুজবে কান দিই না। প্রয়োজনে পুরো নির্বাচন বাতিল করার ক্ষমতাও কমিশনের হাতে রয়েছে।” মার্কিন প্রতিনিধিদের উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, “সরকারকে বাদ দিয়ে ভোট আয়োজন সম্ভব নয়। বাজেট, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ছাড়া নির্বাচন করা যাবে না। তবে সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই সহযোগিতা পাচ্ছি।”

তিনি জানান, কালো টাকা পুরোপুরি বন্ধ করা না গেলেও নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া প্রবাসীদের ভোটের সুযোগ নিশ্চিত করতে পোস্টাল ব্যালটের মাধ্যমে আইটি সাপোর্ট ব্যবস্থার কথাও বিবেচনা করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন