Ridge Bangla

মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ শহরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে বড় বাজার সংলগ্ন খালইস্ট এলাকায় সিঙ্গাপুরপ্রবাসী সবুজ কাজীর ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—শাহীন ইসলাম (২৮), ফিরোজ মিয়া (১৮) ও মোহাম্মদ ইব্রাহিম (২৫)।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকাল থেকে নির্মাণাধীন ভবনের সোয়ারেজের কাজ চলছিল। দুপুরে ট্যাংক পরিষ্কার শেষে ঢাকনা বসানোর জন্য প্রথমে এক শ্রমিক ভেতরে নামেন। ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে তিনি অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধারে আরও দুজন শ্রমিক নামলে তারাও একইভাবে আটকা পড়েন। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে ফায়ার সার্ভিসে খবর দেন। উদ্ধারকর্মীরা মেশিনের সাহায্যে ট্যাংকের ভেতরের গ্যাস অপসারণ করে শ্রমিকদের বাইরে আনেন। তবে এর আগেই তাদের মৃত্যু হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাস ও অক্সিজেনের ঘাটতির কারণে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন