Ridge Bangla

আগস্টে দেশে এসেছে ২২৩ কোটি ডলার রেমিট্যান্স

বাংলাদেশ রেমিট্যান্স

চলতি আগস্ট মাসে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২২২ কোটি ৯০ লাখ ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ২৭ হাজার ১৯৩ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরেক হোসেন খান জানান, ‘‘আগস্ট মাসে ৩০ দিনে আসা রেমিট্যান্সের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪ কোটি ২০ লাখ ডলার বেশি। ২০২৪ সালের আগস্টে ২৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৮ কোটি ৭০ লাখ ডলার।’’

তিনি আরও জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) দেশে প্রবাসী থেকে মোট রেমিট্যান্স এসেছে ৪৭০ কোটি ৭০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ৪১০ কোটি ১০ লাখ ডলারের তুলনায় ৬০ কোটি ৬০ লাখ ডলার বেশি। এতে ১৪.৮ শতাংশ প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। তবে ওই মাসে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

অর্থনীতিবিদরা মনে করছেন, প্রবাসী আয়ের এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার জোগান শক্তিশালী করছে এবং দেশের রপ্তানি ও অভ্যন্তরীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। রেমিট্যান্সে ধারাবাহিক বৃদ্ধি দেশের মুদ্রানীতি ও বিনিয়োগ সক্ষমতাকেও উৎসাহিত করছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন