ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার (৩১ আগস্ট) দিনভর সংঘর্ষ ও একাধিক অপ্রীতিকর ঘটনার পর রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার জানান, রোববার রাত সাড়ে ৯টায় জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে বিকেলে একাডেমিক কাউন্সিলের বৈঠক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
জানা যায়, কম্বাইন্ড ডিগ্রি কার্যকরের দাবিতে প্রত্যাশিত সিদ্ধান্ত না আসায় পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা উপাচার্যসহ শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন। প্রায় সাত ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুনরায় কাউন্সিল বৈঠক বসে। এর মধ্যেই সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর আকস্মিক সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হঠাৎ হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে। অনেকে দৌড়ে পালাতে গিয়ে আহত হন। এ পরিস্থিতিতে শৃঙ্খলা রক্ষায় প্রশাসন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ছাড়ার নির্দেশে শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা নেমে এসেছে। তাদের দাবি, ন্যায়সঙ্গত আন্দোলন দমন নয়, বরং যৌক্তিক সমাধানই হওয়া উচিত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের।