Ridge Bangla

নির্বাচন ছাড়া জাতির কোনো বিকল্প নেই: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচন ছাড়া দেশের সামনে কোনো বিকল্প নেই। নির্বাচন এড়িয়ে অন্য কোনো পথ খোঁজা হলে তা জাতির জন্য গভীর বিপদের কারণ হবে বলেও তিনি সতর্ক করেছেন।

রোববার (৩১ আগস্ট) রাতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। বৈঠকে উপস্থিত নেতাদের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে এবং জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেছেন, “কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে, সেটা এই জাতির জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।” তিনি আরও বলেন, জাতীয় ঐক্যের স্বার্থে সব দলকে আস্থা ও সহযোগিতা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও নির্বাচনই সেই একমাত্র প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হয়। তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার এ বক্তব্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি শুধু নির্বাচনকে অপরিহার্য হিসেবে তুলে ধরেনি, বরং দলগুলোর প্রতি জাতীয় দায়িত্ব পালনেরও এক সুস্পষ্ট বার্তা দিয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন