বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (৩১ আগস্ট) প্রধান বিচারপতির গুলশানের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
একই সময়ে রাজধানীর অন্য প্রান্তে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান। এখানেও বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনকালীন প্রেক্ষাপটে একদিনে দেশের শীর্ষ বিচারপতি, সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টার সঙ্গে ধারাবাহিক বৈঠক তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যদিও সরকারি কোনো সূত্র বা অংশগ্রহণকারীরা বৈঠকের বিষয়ে মুখ খোলেননি।
উল্লেখ্য, সশস্ত্র বাহিনী বিভাগ সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে পরিচালিত হয়। এএফডির প্রিন্সিপাল স্টাফ অফিসার তিন বাহিনীর কর্মকাণ্ড সমন্বয়ের পাশাপাশি নীতি-নির্ধারণী নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনী প্রস্তুতি, নিরাপত্তা পরিস্থিতি ও প্রশাসনিক সমন্বয়ই এসব বৈঠকের মূল আলোচ্য হতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়ায় এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না।